গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৪০৯ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে তানভীর ও জেসমিনকে ৫ কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম মঙ্গলবার এ রায় দেন।
যাবজ্জীবন পাওয়া অন্য আসামিরা হলেন, মো. সাইফুল হাসান, মোহাম্মদ আব্দুল মতিন, তুষার আহমেদ, মীর জাকারিয়া, মো. সাইফুল রাজা, মো. আব্দুল মালেক ও মো. তসলিম হাসান।
দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের সঙ্গে তাদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সেই আবেদন মঞ্জুর করে ৪ মার্চ দুজনের সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়।
সেদিন সাক্ষ্য দেন তৎকালীন দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও কেশব রায় চৌধুরী। এরপর পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১২ মার্চ দিন ধার্য করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৯ মার্চ ফের রায়ের দিন ধার্য করেন আদালত।