Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
--সংগৃহীত ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের (রিমি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সুইডেনের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, জেন্ডার সমতা আনয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর প্রভাব, বাল্যবিবাহ রোধ, জেন্ডার বেইসড ভায়োলেন্স, জেন্ডার রেস্পনসিভ বাজেটসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘নারীরা কারো ওপর বোঝা নয় বরং নারীরা দেশের সম্পদ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘নারীর জীবনমান উন্নয়নে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই লক্ষে প্রতিটি জেলা উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদের শিক্ষা সংস্কৃতি খেলাধুলাসহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply