Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভাষার শক্তি জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করে : মশিউর রহমান
--সংগৃহীত ছবি

ভাষার শক্তি জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করে : মশিউর রহমান

অনলাইন ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ভাষার শক্তি জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করে। বাঙালির জীবনে এই ভাষার প্রভাব সর্বব্যাপী। দুই বাংলার মানুষের মধ্যকার আন্তঃসম্পর্কের নতুন মাত্রার প্রধান অনুষঙ্গ ভাষা এবং সংস্কৃতি।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাক্তনী সংসদ ও বঙ্গ সাহিত্য সমিতির সহযোগিতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের অনুষ্ঠানমালার ‘সংযোগ ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, ‘ইতিহাসের অনুসন্ধানে ভারতের সঙ্গে আমাদের বন্ধন সারাজীবনের। অনেকের বক্তব্যে বেরিয়ে এসেছে ভাষা কখনো কখনো বড় ভাষার ও বড় অর্থনীতির চাপে পড়ে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহফুজুল ইসলাম, ময়মনসিংহের ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ ছাড়া কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের উপাধ্যক্ষ জোসেফ কলাণদাই, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ফাদার জোসেফ রাজ, বিজ্ঞান অনুষের ডিন ফাদার আরক এন্টনি, সেন্ট জেভিয়ার্স কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার অনীল গোমস, বাংলাদেশের সেন্ট জেভিয়ার্স প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার মিল্টন কোস্টা ও ফাদার প্রবাস রোজারিও।

About Syed Enamul Huq

Leave a Reply