গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে বিতর্কিত ইউটিউবার আলম হাসান ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সাংবাদিকদের উপর হামলা করে। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) গাজীপুর আদালত চত্ত্বরে হামলার পর ১৪ ফেব্রুয়ারী দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাংবাদিকদের উপর আবারো হামলা করে ইউটিবার আলম হাসান সহ প্রায় ৩০/৩৫ জন ইউটিউবার নামের সন্ত্রাসী বাহিনী। এ-সময় হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করে। প্রায় আধাঘন্টা ধরে চলে এই ছুটাছুটি, অনেক রোগী আতঙ্কে দিশেহারা হয়ে যায়।
এসময়ে হাসপাতালে কর্মরত আনসার সদস্য এবং হাসপাতালের কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে আলম হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে সাংবাদিকরা বলেন, আলম হাসান একজন ইউটিউবার বা ব্লগার। সে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে সোস্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে। ওই ভিডিওতে দেখা যায় দেশের সুনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশন কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এবং এশিয়ান টেলিভিশনের সরকার কর্তৃক অনুমতিপত্র বাতিল করে দিতে বলে। এরকম মন্তব্য কি করে একজন ব্লগার করতে পারে বলে সাংবাদিকরা বলেন। এবিষয়ে জিএমপি কমিশনারের দিকনির্দেশনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।