Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ দিনের ছুটি বাতিল
--সংগৃহীত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ দিনের ছুটি বাতিল

অনলাইন ডেস্কঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৫ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পূর্বঘোষিত ছুটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে রমজান মাসের প্রথমার্ধ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রকাশিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের সকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান মাসের প্রথম দশদিন পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের উদ্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এ লক্ষে ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে আংশিক সংশোধন আনা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply