স্টাফ রিপোর্টার :
লালমনিরহাটের পাটগ্রামে এক ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মমিনুর পাটোয়ারী ফুয়াদের মাদক সেবনের ভিডিও শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ওই ঘটনার জেরে রোববার (৪ ফেব্রুয়ারি) ফুয়াদকে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে বাউরা ইউনিয়ন ছাত্রলীগ। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারণ সম্পাদক মারুফুল হক শাওন। ফুয়াদ ওই ইউনিয়নের নবীনগর ৪ নং ওয়ার্ডের বাবুর আলীর ছেলে।
১৫, ১৯ ও ৩ সেকেন্ডের তিনটি ভিডিও ক্লিপে দেখা যায় একটি ভুট্টা খেতের মাঝখানে বসে বিশেষ পদ্ধতিতে মাদক সেবন করছেন ফুয়াদ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ‘বাউরা ইউনিয়ন শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মোঃ ফুয়াদ পাটোয়ারী (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাউরা ইউনিয়ন শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। সেই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, পাটগ্রাম উপজেলা শাখা বরাবর সুপারিশ করা হল।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘মমিনুর পাটোয়ারী ফুয়াদ একজন মাদকসেবী ও ব্যবসায়ী। সে এলাকার অনেক চুরির সঙ্গে জড়িত। গত জানুয়ারি মাসে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌড় চন্দ্র প্রামাণিকের বাড়ি, লিটু সাহার বাড়ি, আনিছ বসুনিয়ার গোডাউনের মালামাল চুরি ও ভুবন বিহারি সাহার গোডাউনের তালা ভাঙ্গে। মালামাল চুরি গেলে লিটু সাহা ফুয়াদের নামে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশের চাপে গত ১৭ জানুয়ারি সাইকেল ফেরত দেয় ও ফুয়াদ সাইকেল চুরির কথা স্বীকার করে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উল্টো লিটু সাহা ও স্থানীয় ইউপি সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে গত ২১ জানুয়ারি জমি সংক্রান্ত মিথ্যা একটি অভিযোগ লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে দায়ের করে ফুয়াদ। এতে ওই ছয়জন ব্যক্তিকে আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বাউরা ইউনিয়নের ব্যবসায়ী লিটু সাহা বলেন, ‘ফুয়াদ বিভিন্ন চোর সিন্ডিকেটের ও মাদকের সঙ্গে জড়িত। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকে। এতে এলাকাবাসী ঘুমাতে পারেন না। চুরি থেকে আমরা পরিত্রাণ চাই।’ মাদক সেবনের বিষয়ে জানতে ফুয়াদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ‘ভিডিওটি আমার না। আমাকে কেন বহিষ্কার করা হল তা বলতে পারবো না। চুরির ব্যাপারে জানতে চাইলে তিনি কল কেটে দেন।’
পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন শুভ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিব্রত। ইতোমধ্যে ইউনিয়ন ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করেছে। আমরা এ ব্যাপারে জেলা কমিটির কাছে চিঠি পাঠিয়েছি। কেন্দ্র থেকে স্থায়ী বহিষ্কারের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’