মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে রজনীগন্ধা ফেরি ডুবির তিনদিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ফেরিটি। ঘটনার পর থেকেই কর্তৃপক্ষ বলছে, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এলে মূল উদ্ধার কাজ শুরু হবে। শুক্রবার দুপুররেও দুর্ঘটনাস্থলে পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। গত দুই দিনে মাত্র তিনটি ট্রাক নদী থেকে হামজা ও রুস্তম নামের দুইটি উদ্ধারকারী জাহাজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিকে ডুবে যাওয়া ফেরির সহকারী চালক হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন।
অপর দিকে প্রত্যয়ের সক্ষমতা তিনশ টনের মতো। এ কারণে বাধ্য হয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে উদ্ধারকারী দলকে। গত দুই দিন আগে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দিলেও প্রত্যয় ঘটনাস্থলে আসতে পারিনি। কর্তৃপক্ষ বলছে- উদ্ধারকারী জাহাজ আসতে সময় লাগছে।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, রুস্তম ও হামজা দিয়ে প্রথম ধাপে ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ দুটি জাহাজ ডুবে যাওয়া ফেরি তোলার সক্ষমতা নেই। মূল উদ্ধার কাজ শুরু হবে প্রত্যয় এলে।