Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ সদরের হলি কেয়ার স্কুলটি শিক্ষাব্যবস্থার নতুন মাইল ফলক
--প্রেরিত ছবি

ঝিনাইদহ সদরের হলি কেয়ার স্কুলটি শিক্ষাব্যবস্থার নতুন মাইল ফলক

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদরের  মধ্যে একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান  হিসেবে গোয়ালপাড়া বাজার সংলগ্ন হলি কেয়ার  স্কুল।  এই স্কুলটি নতুন ভাবে উদ্দাম গতিতে সুনামের সাথে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করছে করবে বলে সকলেই প্রত্যাশা  করেন । হলি কেয়ার স্কুল ঝিনাইদহ  সদরের নিকটবর্তী গোয়ালপাড়া বাজারে অবস্থিত। এখানে  শহরের  মতো করে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়। এখন এটি একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জেলা জুড়ে ব্যাপক পরিচিতি অল্প সময়ে  লাভ করেছে। এই প্রতিষ্ঠানের  পরিচালক মোঃ মনোয়ার হোসেন এর সাথে  সাংবাদিকদের  কথা হলে তিনি জানান,  আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৪ সালে সম্প্রতি প্রতিষ্ঠিত করেছি। আমার এই স্কুল নিয়ে  একটি সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। এখানে ভবিষ্যতে আমি একটি হেফজখানা চালু করার পরিকল্পনা করেছি। বর্তমানে এখন মোট ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে প্রায়  ১২০ জন। এখানে প্লে  থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান  করানো হয় এবং এখানে  অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন ০৮  জন। তাদের মাধ্যমে  নিবিড় পর্যবেক্ষনে  বাচ্চাদের শিক্ষা দেয়া হয় এবং সঠিকভাবে  ক্লাসে তাদের সকল পড়া শ্রেণিকক্ষেই  হাতে কলমে  শিক্ষা প্রদান করা হয়। এই বছর থেকে হলি কেয়ার মেধাবী ছাত্র ছাত্রীদের  স্কুল বৃত্তি দেয়া হবে  । আমি এখানে আধুনিকায়নের জন্য খেলার মাঠ, বাচ্চাদের খেলার সরঞ্জাম, অভিভাবকদের বসার স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা,সকল প্রকার সুযোগ সুবিধা আমার এই প্রতিষ্ঠানে আমি দিয়ে থাকি । গরিব এতিম ও মেধাবীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে থাকি।   এখানে প্রায় ০৮ টি  গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে আসে,আমি তাদের আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শিক্ষা প্রদান করে থাকি । কারণ  শিক্ষাই  জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ, ২০৪১ সালের যে ডিজিটাল আধুনিক বাংলাদেশ সেই স্বপ্নের অবিকল্প সারথি আজকের এই কোমলমতি শিশুরাই।গোয়ালপাড়া বাজার হলি কেয়ার  স্কুল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে । অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানই শক্তি।  শিক্ষা যে একটি মানুষের চালিকা শক্তি এবং শিক্ষা দিয়ে গড়ব আমরা সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হলি কেয়ার   স্কুলের জন্য সকলের নিকট  দোয়া এবং ভালোবাসা চাই। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে হলি কেয়ার স্কুল একটি ঐতিহ্যের প্রতিষ্ঠান হিসেবে আমি দাঁড় করাব সেজন্য সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন। আমি এ প্রতিষ্ঠানটি গোয়াল পাড়ার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান  হিসেবে দাঁড় করানোর জন্য  সর্বোচ্চ চেষ্টা শ্রম ভালোবাসা দিয়ে আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় কাজ করতে চাই।।

About Syed Enamul Huq

Leave a Reply