লক্ষীপুর প্রতিনিধিঃ
বিশ্ব বাজারে অ্যাপলকে টপকে মাইক্রোসফট এখন সবচেয়ে দামি কোম্পানি। ২০২১ সালের পর আবার মাইক্রোসফট শীর্ষে উঠলো।
প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শেয়ারমূল্য কমতে শুরু করায় মাইক্রোসফটের উত্থান হয়েছে। গত বছর মাইক্রোসফট যখন ওপেনএআই’তে বিনিয়োগ করে, তখন থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।
মাইক্রেসফটের শেয়ারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৫৯ ট্রিলিয়ন ডলার। লেনদেনের সময় শেয়ারের দাম দুই শতাংশ বেড়ে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলারে উঠেছিল।
এদিকে অ্যাপলের শেয়ারের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। ফলে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৮৬ ট্রিলিয়ন ডলার।
বিনিয়োগ কোম্পানি ডি. এ. ডেভিডসনের বিশ্লেষক গিল লরার মতে, “এটি অনিবার্য ছিল যে মাইক্রোসফট অ্যাপলকে ছাড়িয়ে যাবে। কারণ মাইক্রোসফট দ্রুত বাড়ছে এবং জেনারেটিভ এআই বিপ্লব থেকে আরও বেশি লাভবান হবে।”
মাইক্রোসফট তার অন্য সফটওয়্যারেও এখন ওপেনএআই’র প্রযুক্তি কাজে লাগাচ্ছে। ফলে তাদের ক্লাউড কম্পিউটিং ব্যবসা গত জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে আবার ঘুরে দাঁড়ায়।
অ্যাপলের আইফোনের বিক্রি আগের তুলনায় কমেছে। পণ্যটির বড় বাজার চীনেও একই অবস্থা। এই বাজারে অ্যাপলকে সারিয়ে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।