জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘মাঝেমধ্যে যারা আন্দোলন করে পালিয়ে যাচ্ছে তারা উঁচু গলায় বলত আওয়ামী লীগ পালানোর জন্য অলিগলি খুঁজে পাবে না। ২৮ তারিখ দেখা গেছে, বিএনপির সেই নেতারা দৌড়িয়েছে।
বিএনপির শীর্ষ নেতাদের জেলে রাখার কারণ সম্পর্কে কাদের বলেন, ‘তাদের জেলে রাখা হয়েছে ২৮ তারিখে হত্যাকাণ্ড ঘটানোর কারণে। শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামলার দায় এড়াতে পারে না তারা (বিএনপি)। সরকার তাদের জেলে রাখেনি। ফৌজদারি অপরাধের দায়ে তারা জেলে। চিরদিন তারা কারাগারে থাকবে না।’
নির্বাচন নিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগের কোনো লুকোচুরি নেই। যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বাধা দেওয়া হবে না। জোর করে বাধা দিলে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হবে। নির্বাচনে আচরণবিধি মেনে চলায় প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে গেছেন। সার্কিট হাউসের ভাড়া দিয়েছেন। জাতীয় পতাকা ব্যবহার করেননি।’
এ সময় ট্যাক্স, বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে আদায় করা হবে বলে জানান কাদের। কর্তৃপক্ষের কাছে সব বকেয়া আদায় করতে আহ্বান জানান তিনি।