Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আবার বিজয়ের পথে শেখ হাসিনার দল
--ফাইল ছবি

আবার বিজয়ের পথে শেখ হাসিনার দল

অনলাইন ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলই আবার ক্ষমতায় আসবে বলে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে মূল্যায়ন করেছে। ‘শেখ হাসিনা’স পার্টি ইজ সেট টু বি রি-ইলেক্টেড ইন জানুয়ারি’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে পঞ্চম দফা শুরু করতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের দাবি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রায় ১৫ বছরের শাসনামলে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির নেতৃত্ব দিয়েছেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিষ্ক্রিয় করে রেখেছেন।দি ইকোনমিস্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারি চাপের কারণে বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে। সম্প্রতি দলটির সড়ক অবরোধ কর্মসূচির কারণে রাজধানী আংশিক বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ডিসেম্বরের শুরুর দিকে পণ্যের সরবরাহ আবার স্বাভাবিক হয়। ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলের বিক্ষোভে প্রত্যাশিত হাজার হাজার মানুষের বদলে জড়ো হয়েছিল মাত্র কয়েক শ সমর্থক।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অনেক জায়গায়ই এখনো শেখ হাসিনার জনপ্রিয়তা রয়ে গেছে। মার্কিন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাম্প্রতিক এক সমীক্ষায় শেখ হাসিনার পেছনে ৭০ শতাংশ জনসমর্থন থাকার কথা বলা হয়েছে। তবে অর্থনৈতিকভাবে চাপে থাকা শহর এলাকায় তাঁর সরকারের প্রতি অসন্তোষ বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় বাংলাদেশে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ নিতে বাধ্য হয়। এর পরও বাংলাদেশের প্রবৃদ্ধি বেশ শক্তিশালী। গত অর্থবছরে এর হার ছিল প্রায় ৬ শতাংশ। ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় ঋণ অনুমোদনের সময় আইএমএফ বাংলাদেশের প্রতিশ্রুতি রক্ষার প্রশংসা করে বলেছে, দেশটি নির্দিষ্ট পথেই রয়েছে। শেখ হাসিনার ক্ষমতায় বহাল থাকার চেষ্টাও নির্দিষ্ট পথেই রয়েছে বলে দি ইকোনমিস্টের প্রতিবেদনের শেষ বাক্যে মন্তব্য করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply