দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার নৌকার প্রার্থীকে বৈধতা দেন। এর বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানিতে ঋণখেলাপির অভিযোগে নৌকার প্রার্থীর বৈধতা বাতিল হয়েছে। আজ বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই প্রার্থিতা বাতিল হয়।
শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘নৌকার প্রার্থী এনামুল হক বাবুল হলফনামায় জনতা ব্যাংক থেকে নেওয়া ২১ কোটি টাকা ঋণ গোপন করেছেন। তার পরও রিটার্নিং অফিস তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে।’
এদিকে নির্বাচন কমিশনের আপিল শুনাতিতে গত তিন দিনে ১৬৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আজ চতুর্থ দিনে প্রথম ২৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।