Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বারি’তে তরমুজের ঢলেপড়া ও কাণ্ড ঝলসে যাওয়া রোগের সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা
--প্রেরিত ছবি

বারি’তে তরমুজের ঢলেপড়া ও কাণ্ড ঝলসে যাওয়া রোগের সমন্বিত ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আয়োজনে গতকাল ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. “তরমুজের ঢলেপড়া ও কাণ্ড ঝলসে যাওয়া রোগের সমীক্ষা ও সমন্বিত ব্যবস্থাপনা কর্মশালা বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিভিন্ন কেন্দ্র, বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক-পিআই এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য), বিএআরসি, ড. মো. মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক, কেজিএফ, ড. নাথু রাম সরকার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. ইকবাল ফারুক। সবশেষে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মতিয়ার রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরমুজ আবাদের প্রধান সমস্যা ঢলে পড়া ও কাণ্ড ঝলসে যাওয়া রোগ। যার সঠিক ব্যবস্থাপনা করা গেলে আমাদের কৃষকরা তরমুজ চাষে বেশী লাভবান হবেন। সাথে সাধারণ ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য পাবেন।

About Syed Enamul Huq

Leave a Reply