Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
রবিবার বিকাল ৩ ঘটিকায় শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা কার্যক্রম শুরু হয়।
সুনামগঞ্জ  জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের  নৌকা মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ -৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এম এ মান্নান, সুনামগঞ্জ -২ আসনের নৌকা মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী (আল-আমিন চৌধুরী) ।
অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে  আরও বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ-সভাপতি  এডভোকেট পীর মতিউর রহমান, এডভোকেট আব্দুল করিম,  এডভোকেট চান মিয়া প্রমুখ। বক্তব্য নেতৃবৃন্দ জেলার পাচটি আসনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে সবরকমের প্রস্তুতি সম্পুর্ন করেছেন বলে জানান।
সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনের নৌকা মনোনীত প্রার্থী  এম এ মান্নান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে পাশে থাকবেন। জননেত্রী শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার।
সুনামগঞ্জ -২ (দিরাই- শাল্লা)  আসনের নৌকা মনোনীত প্রার্থী  আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। আপনারা সবাই উন্নয়নের সরকার আওয়ামী লীগের সাথে থাকুন।
সুনামগঞ্জ -৪ ( সদর – বিশ্বম্ভপুর) আসনের নৌকা মনোনীত প্রার্থী সাবেক পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আমি নেতা হতে আসি নাই, জননেত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ- ৪ আসনে নৌকা মনোনয়ন দিয়েছেন সুনামগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করে যাবার জন্য। আমি আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র, আসাদুজ্জামান সেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে’সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং জেলা ছাত্রলীগের  সকল নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply