স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রাউতি গ্রামে পূর্ব শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায়,মৃত সুলেমানের ছেলে ফয়জুর রহমানের সাথে একই গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে সবুজ খান ও আব্দুল হকের ছেলে আলমগীর হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিভেদ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে ২৪ নভেম্বর শুক্রবার রাত ২.৩০ মিনিটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন ফয়জুর রহমান ও তার ছেলে আজিজুল ইসলাম। এসময় ঘরে থাকা দুইটি গরু ও নতুন ঘরসহ নৌকা নির্মাণের জন্য ঘরে রাখা কাঠ সম্পুর্ন পুড়ে যায়। ঘরের মালিক আগুন থেকে গরু বাঁচানোর জন্য ঘরের ভিতরে প্রবেশ করলে আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধ হওয়া ফয়জুর রহমানকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করে ২৫ নভেম্বর রাত্রে ফয়জুর রহমান বাদী হয়ে সবুজ খান ও আলমগীর হোসেনের নামে ধোবাউড়া থানায় অভিযোগ দাখিল করেন।
আরো জানা যায়, ভুক্তভোগী ফয়জুর রহমান, পুরাকান্দুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি, এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ কমিটির সকল সদস্য বৃন্দ, আগুনে দগ্ধ ফজলুর রহমানকে দেখতে হাসপাতালে যান। ঘরে আগুন দেওয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান। এ ঘটনায় সবুজ খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘরে আগুন লেগেছে ঘটনা সত্য কিন্তু কে বা কারা লাগাইছে আমার জানা নেই।
এ বিষয়ে ধোবাউড়া থানা ওসি (তদন্ত) মো. রুবেল মিয়া বলেন অভিযোগ হাতে পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।