রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাকে আটকের কথা জানিয়েছে র্যাব। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
আটক ওই নেতার নাম মামুন মজুমদার (৩৫)। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
মামুনকে আটকের খবর শুনে সংগঠনটির আরেক কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাসে অগ্নিসংযোগের সময় নয়, মামুনকে র্যাব আটক করে রাজধানীর মালিবাগ থেকে উত্তরায় যাওয়ার সময়। পরে পেট্রল দিয়ে ফাঁসিয়েছে।
সেখান থেকে ফেরার সময় র্যাবের হাতে আটক হন।
মিছিলটি ঠিক কখন হয়েছিল তা জানাতে পারেননি রাকিবুল।
র্যাব-১ জানিয়েছে, আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে সকাল সোয়া নয়টার দিকে। ঘটনাস্থল থেকে হাতেনাতে মামুনকে আটক করা হয়।