গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া একটি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর।
তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা গতকাল বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ির এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে শ্রমিকদের দেওয়া কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ডাম্পিং করতে গিয়ে ওই লাশটির সন্ধান পাওয়া যায়।