ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২৫অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে একটি দল। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ন চন্দ্র বিশ্বাস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের অফিস সহকারী রকি হাসান। সেসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অপরাধে মায়ের দোয়া বেকারিকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের জানান,জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।