রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব৫। রোববার ২২ অক্টোবর রাত ১০ টার দিকে বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি শুটারগান, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ডগুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আলামীনকে গ্রেপ্তার করে। সে গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে। র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। এই সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সহিত স্বচ্ছ স্কচটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে বাঘা থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।