দাউদ (আ.)-এর মিহরাব
খোলা আকাশের নিচে অবস্থিত টেম্পল মাউন্ট এসপ্লানেডের দক্ষিণ-পূর্ব কোণে স্থাপিত একটি মিহরাব। দাউদ (আ.) এই জায়গায় ইবাদত করতেন বলে মনে করা হয়।
যেখানে সোলাইমান (আ.) ইন্তেকাল করেন
আকসা প্ল্যাটফরমের পেছনের প্রান্তে অবস্থিত এই ভবন সেই জায়গা, যেখানে লাঠিতে হেলান দিয়ে ইন্তেকাল করেছিলেন সোলাইমান (আ.)। বর্তমানে এটি বালিকা বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মারিয়াম (আ.)-এর কক্ষ
আল-আকসার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এই কক্ষে মারিয়াম (আ.) তাঁর পুত্র ঈসা (আ.)-কে বড় করেছিলেন বলে জনশ্রুতি আছে।
ঈসা (আ.)-এর প্রত্যাবর্তনস্থল
ঐতিহাসিক উমাইয়া মসজিদের বাঁ পাশে অবস্থিত এই মিনার ‘ঈসা (আ.)-এর মিনার’ বলে পরিচিত। এখান থেকেই শেষ যুগে ঈসা (আ.) পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন বলে দাবি করা হয়।
ডোম অব রক বা কুববাতুস সাখরার পবিত্র পাথর
এই জায়গা ইসলাম ধর্ম ও ইহুদি ধর্মের লোকদের কাছে পবিত্র।
নবীজি (সা.)-এর গম্বুজ
মিরাজের রাতে মহানবী (সা.) ‘কুববাতুস সাখরা’র উত্তর-পশ্চিমে অবস্থিত এই জায়গায় সব নবীর উপস্থিতিতে ইমামতি করেছিলেন।
বিশ্বনবী (সা.)-এর বোরাক বাঁধার জায়গা
আল-আকসা মসজিদের আঙিনায় অবস্থিত বোরাক মসজিদের ভেতরের দৃশ্য। বাঁ দিকের দেয়ালে একটি রিং আছে। ধারণা করা হয়, মিরাজের রাতে মহানবী (সা.)-এর বোরাক এখানে বাঁধা হয়।
তথ্য ও ছবি : ইসলামিক ল্যান্ডমার্কস ডটকম ও মাদায়েন প্রজেক্ট অবলম্বনে মুফতি মুহাম্মদ মর্তুজা