নোয়াখালী প্রতিনিধি:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ কর্মবিরতি পালন করেছেন। এতে নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার সবগুলো সরকারি কলেজ ও মাদ্রাসায় টানা তিনদিন থেকে পাঠদান বন্ধ রয়েছে।
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মকর্তাগণ ক্যাডারভিত্তিক বৈষম্য দূর করা ও পদোন্নতিসহ সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভক্সপপ-বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।