নগর ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের কিছু সুযোগ-সুবিধা কমছে। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা আগে বছরে ছুটি পেতেন তিন মাস, এখন পাবেন এক মাস। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ভাতা পাবেন শুধু দায়িত্ব পালনকালে। পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউপিতে প্রশাসক বসানো যাবে।
সংশোধন করা আইনে বলা হয়েছে, যখন তাঁরা দায়িত্বে থাকবেন না, তখন ভাতা পাবেন না। এত দিন গেজেট জারির ৩০ দিনের মধ্যে ইউপির কার্যভার গ্রহণ করতে হতো, এখন থেকে শপথের পর ১০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা করতে হবে। নতুন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ সচিবের পদ পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হচ্ছে।
শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আট দিন বাড়িয়ে ১২০ দিন করছে সরকার। এই ছুটি নারী শ্রমিকরা মা হওয়ার আগে ও পরে তাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন। এমন বিধান রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদসচিব বলেন, আগে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পেতেন ১৬ সপ্তাহ। এটি তিনি মা হওয়ার আগে ও পরে মিলিয়ে পেতেন। এখন এটি পরিবর্তন করে ১২০ দিন করা হচ্ছে। তিনি বলেন, আগে আইনে ছিল ট্রেড ইউনিয়ন গঠনের জন্য একটি প্রতিষ্ঠানের কমপক্ষে ২০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরযুক্ত বা তাঁদের সমর্থনসহ আবেদন না করলে ট্রেড ইউনিয়ন করতে পারতেন না। সেটিকে এখন ভাগ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, শ্রমিকের সংখ্যা যদি তিন হাজারের কম হয়, তাহলে ২০ শতাংশই থাকবে। আর তিন হাজারের বেশি হলে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে। গ্রুপ অব কম্পানি হলে আগে ছিল ৩০ শতাংশ শ্রমিক যদি চাইতেন, তখন এটা করতে পারতেন। এখন এটা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
এ ছাড়া পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ আইন নীতিগত ও বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রূপপুর পারমাণবিক কেন্দ্র ও থার্ড টার্মিনালের জন্য মন্ত্রিসভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।