পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ঢাকার সুধীসমাজ আর কিছু পণ্ডিত আছেন, যাঁরা বোঝাতে চান বাংলাদেশের মানুষ নাকি কষ্টে আছে। মানুষ নাকি ভোট দিতে পারে না। যাঁরা এমন কথাবার্তা বলেন, তাঁরা দেশে অশান্তি সৃষ্টি করতে চান। কোনো পণ্ডিতের কথায় আপনারা কান দেবেন না।
শনিবার (৭ অক্টোবর) শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও শোভাযাত্রা শেষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষ উন্নয়ন চায়, চায় সুন্দর জীবন। এ কারণেই তারা বারবার চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক।’
আসন্ন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে আসতে সবার জন্য সমান সুযোগ রয়েছে।
আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক। কিন্তু যারা নির্বাচন বানচালে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতার দিকে ইঙ্গিত করে মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বের মানুষ এখন তাঁকে সম্মান করে। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা শেখ হাসিনা। তাঁর কাছে গোপালগঞ্জ আর সুনামগঞ্জ সমান। তাঁর প্রত্যক্ষ নির্দেশে সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে রেললাইনের কাজ নির্বাচনের পরেই শুরু হবে।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বাছিত সুজন, তোরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।