Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মাইজদীতে অভিযান চালিয়ে কোটি টাকার জমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমান আদালত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর মাইজদীতে হকার্স পুনর্বাসনের নামে শত কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী সুপার মার্কেটের সামনে গণপূর্তের ৬৫ শতক জায়গায় হকারদের জন্য অস্থায়ী দোকান নির্মাণ করার অভিযোগে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ওই জায়গা দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা।

তারা বলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটি বলেন, আমার কোনো কথা নেই। আমি তদারকি করেছি সত্য।নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা শহরের সৌন্দর্য ও নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। জেলার সৌন্দর্য বৃদ্ধিতে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। সরকারি জায়গা দখল করে কোনো পুনর্বাসনের সুযোগ নেই। সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply