Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফিস নেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা
--প্রেরিত ছবি

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফিস নেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ১০০০ টাকা নেওয়ায় পল্লী ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ডাক্তার ব্যতীত প্যাথলজিক্যাল টেস্ট পরিচালনা করায় জনসেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উপজেলার কালাদরাপ ইউনিয়নের করমুল্লা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়জীদ বিন আকন্দ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত ফি থেকেও বেশি ফি আদায় করার অভিযোগ পেয়ে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ফি আদায়সহ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ডাক্তার ব্যতীত প্যাথলজিকাল টেস্ট পরিচালনার সত্যতা পান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়জীদ বিন আকন্দ। তাৎক্ষণিক জনসেবা ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়। একই অভিযোগে পল্লী ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply