মানবাধিকার বিষয়ে জাতিসংঘকে সহযোগিতা করায় বিশ্বব্যাপী ২২০ জনেরও বেশি ব্যক্তি এবং ২৫টি সংস্থা প্রতিশোধের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিস এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনে বাংলাদেশ নিয়েও অভিযোগ স্থান পেয়েছে।
মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব বলেন, মানবাধিকারকর্মী এবং নাগরিক সমাজের অন্য সদস্যরা ক্রমবর্ধমানভাবে নজরদারিতে রয়েছেন।
তাঁরা আইনি প্রক্রিয়া, ভ্রমণ নিষেধাজ্ঞা ও হুমকির সম্মুখীন হচ্ছেন। জাতিসংঘ ও এর মানবিক কাঠামোকে সহযোগিতা করার জন্য তাঁদের কারাদণ্ড দেওয়া হচ্ছে।
সানজিদা ইসলাম তুলি অপপ্রচারের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।