আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘দেশের কোনো পেশার মানুষ কষ্টে থাকুক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা কখনোই চান না।’ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে মিরপুরের সিটি মহল কনভেনশন সেন্টারে বিকেএ-এর চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামানের সভাপতিত্বে সংগঠনটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিকেএ-এর সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জী এম, মূল প্রতিবেদন উপস্থাপক ছিলেন বিকেএ-এর মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা, শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বেলাল আহমেদ।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘খেটে খাওয়া মানুষের সন্তানদের শিক্ষা প্রদান করে আসছে কিন্ডারগার্টেন স্কুলগুলো, এতে শিশুসন্তানরা সুশিক্ষা পাচ্ছে।
নিখিল আরো বলেন, ‘বাংলাদেশ দুটি দলে বিভক্ত, একটি হলো মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি, আরেকটি হলো পরাজিত শক্তি। বঙ্গবন্ধুকন্যা বলেছেন, সৎকাজ করো, সৎপথে চলো।’ এ সময় চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।