মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রতিটি ওয়ার্ডে রাতে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা না থাকায় মণিরামপুর পৌরসভা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। পৌরবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হলেও মণিরামপুর পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের বাড়ির সামনে প্রায় একই জায়গায় ৩টি সড়ক বাতি দেখা যায় । সম্প্রতি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মনিরামপুর পৌরসভা মনিরামপুর যশোর কর্তৃক বাস্তবায়ন গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে মনিরামপুর পৌর এলাকায় স্থাপনা ও পরিবেশ উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক বাতি স্থাপন প্রকল্পের বাজেট ১ কোটি ৯৯ লাখ। বাস্তবায়ন কারী সংস্থা মণিরামপুর পৌরসভা। এ প্রকল্পে ১৪৮টি সোলার সাইট দেখালে ও বাস্তাবে আছে ১৪৬ টি। ১৪৬ টি সোলার লাইট থাকলেও এখন পরিপূর্ণ ভাবে আলো দিচ্ছে একশত-এর কম। বাকি গুলো স্ট্রিট ল্যান্ডে বাতি থাকলেও পরিপূর্ণ আলো নেই। ক্ষীণ আলোতে কিছু সময় পর পর মৃদু আলো জ্বলে কিংবা জ্বলেনা। সোলার প্যানেল আছে, পাওয়ার (শক্তি) নেই। কোথাও কোথাও শুধু স্টিট রয়েছে প্যানেল, লাইট কিছুই নেই। তবে পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের বাড়ির সামনে দুইটি সড়ক বাতি থাকলেও নতুন করে আরো একটি সোলার বাতি স্থাপন করেছেন। এ বিষয়ে পৌর জনবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে কল দিলেও কল রিসিভ হয়নি।