লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইসাইকেল উপহার পেল ১৫ ইউনিয়নের ১২৯ গ্রাম পুলিশ। একই সময় ২১টি ইউনিয়নের ১৯৩ গ্রাম পুলিশকে নতুন পোশাক দেওয়া হয়।
সোমবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে ২১ ইউনিয়নের চেয়ারম্যান ও দায়িত্বরত গ্রাম পুলিশদের সঙ্গে ৩ ঘণ্টাব্যাপী মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, আমাদের সামনে একটি মিশন রয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিভাবে কাজ করলে আমরা এগিয়ে যাব। এজন্য সবাই মিলেমিশে কাজ করব।
ডিসি সুরাইয়া জাহান গ্রাম পুলিশদের প্রশংসা করে বলেন, আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে সুরক্ষা ও সুশৃঙ্খল রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন গ্রাম পুলিশ। বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে থাকি তারা সঠিক সময় বেতন পান না। তাদের বেতন সঠিক সময় পরিশোধ করতে উপস্থিত চেয়ারম্যানদের একটু মানবিক হতে বলেন।