Wednesday , 30 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখা যায় না : পরিকল্পনামন্ত্রী
--সংগৃহীত ছবি

পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখা যায় না : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটি কার্টুনের মাধ্যমে হাজারও শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। কিন্তু বর্তমানে পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখি না। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। এই কার্টুনের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সভাপতি প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সম্মানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা, ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহসভাপতি মানিক লাল ঘোষ, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হাসান, সাংবাদিক-উপস্থাপক গোলাম মোর্তোজা এবং প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া কুদ্দুস।

সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে মন্ত্রী এম এ মান্নান বলেন, আপনাদের (সাংবাদিকদের) ওয়েজ বোর্ডের ব্যাপারে মাঝে মাঝে শুনি।

মন্ত্রী আরো বলেন, সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে, এটা আমি বুঝতে পারি। আমি নিজেও সরকারি চাকরি করেছি, আমরা যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।

সাংবাদিকরা সরকারের সহায়ক শক্তি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকেই বলেন আমি সাংবাদিকবান্ধব, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। লক্ষকোটি টাকা দিয়ে আমরা কী কাজ করছি, কেন করছি, সেই টাকার মালিক জনগণের, সেটা জানার অধিকার ও প্রয়োজন আছে।

About Syed Enamul Huq

Leave a Reply