আজ পবিত্র আশুরা। হিজরি চান্দ্রবর্ষের প্রথম মাস মহররমের দশম দিন আজ। আরবি শব্দ আশির থেকে আশুরা উদ্ভূত। এর অর্থ দশম।
ইসলামের মর্যাদাপূর্ণ দিবসগুলোর মধ্যে অন্যতম এই দিবস। তাই এদিন রোজা রাখা সুন্নত। ইসলামের ইতিহাসের অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এদিন নবী মুসা (আ.) ও তাঁর জাতি জালিম শাসক ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল।
মহাপ্লাবনের পর নুহ (আ.) তাঁর সঙ্গীদের নিয়ে বিশেষ নৌকা থেকে জুদি পর্বতে অবতরণ করেছিলেন। কাকতালীয়ভাবে ৬১ হিজরি মোতাবেক ৬৮০ সালে ইরাকের ঐতিহাসিক কারবালা প্রান্তে হৃদয়বিদারক ঘটনা ঘটে। সেদিন বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইন বিন আলী (রা.) সপরিবারে ইয়াজিদের সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আশুরার দিন যেমন জালিমের পতন ও নিপীড়িতকে মুক্তির আশা দেখায়, তেমনি সত্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়।
অত্যাচারী শাসকের কবল থেকে মুক্তি পেয়ে নবী মুসা (আ.) মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এদিন রোজা রাখতেন। তাঁকে দেখে ইহুদি জাতিও রোজা রেখে দিবসটি উদযাপন করত। মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামের নবী মুহাম্মদ (সা.) ইহুদিদের এদিন রোজা রাখতে দেখেন। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলেছিল, ‘এটি একটি মর্যাদাপূর্ণ দিন। এদিনে মহান আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্থার মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম এবং আলোচনা করবেন উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।