Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমি দেশে শান্তি চাই : প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

আমি দেশে শান্তি চাই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দিক থেকে বাংলাদেশ যখন এগিয়ে গেছে তখন সংবিধানকে পাশ কাটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বারবার নির্বাচন করা হলে বিশ্বের কাছে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি দেশে শান্তি চাই। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে থাকব, না দিলে চলে যাব। বিএনপি আবার ভোটের অধিকার হরণ করতে চায়, লুটপাট করতে চায়, দেশের মানুষকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র জানায়, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় এই অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি।

সংবিধানের মধ্যে থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার নিরাপত্তায় ব্যক্ত করে তিনি বলেন, ‘সংবিধানকে পাশ কাটিয়ে যুগের পর যুগ তত্ত্বাবধায়ক সরকারের মতো ব্যবস্থা দিয়ে নির্বাচন করা। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই ব্যবস্থা থাকলে তো আর নিজেদের পরিচয় দেওয়ার জায়গা থাকবে না।

নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন থেকে সবাইকে নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। সাড়ে ১৪ বছরে সরকারের উন্নয়নের কথাগুলো গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে বিএনপি-জামায়াতের আমলে তারা কেমন ছিল এখন তারা কেমন আছে।

About Syed Enamul Huq

Leave a Reply