Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘অকৃতকার্যদের হতাশা নয়, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে’-প্রধানমন্ত্রী
--ফাইল ছবি

‘অকৃতকার্যদের হতাশা নয়, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে’-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এবার এই পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। আজ শুক্রবার সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় প্রধানমন্ত্রী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, যারা কৃতকার্য হতে পারেনি, তাদের একটা কথাই বলব-হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরো ক্ষতি করে।

তিনি বলেন, আগামীতে যেন ভালোভাবে পাস করা যায়, সেভাবে তারা প্রস্তুত হবে-সেটাই আমি আশা করি।

অকৃতকার্যদের বকাবকি না করে তাদের পড়াশোনায় মনোযোগী করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অভিভাবকদের বলব, ছেলেমেয়েরা ফেল করেছে বলে বকাবকি করবেন না কখনো। তাদের আরো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করান।

তিনি বলেন, অযথা অমুকের ছেলে এই ভালো রেজাল্ট করল আর তুমি পারলা না কেন-এই তুলনাটা যেন না করেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আরো সহানুভূতিশীল হয়ে, তারা যেন পড়াশোনায় মনোযোগ দেয় সেটি অভিভাবকরা বিশেষ করে দেখবেন। শিক্ষকদের বলব, তাদের প্রতি আরো মনোযোগী হোন, ভবিষ্যতে যেন তারা কৃতকার্য হয়।

About Syed Enamul Huq

Leave a Reply