বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশের সাতটি রাজনৈতিক দল। এতে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর শঙ্কা রয়েছে। এ অবস্থায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও করণীয় নির্ধারণে জরুরি বৈঠক করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে ডিএমপি হেডকোয়ার্টারে দফায় দফায় বৈঠকে বসছেন সংস্থাটির গোয়েন্দা বিভাগ, ট্রাফিক বিভাগ, ক্রাইম অ্যান্ড অপারেশনসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজধানীর ১১ থেকে ১২টি স্থানে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) পর্যন্ত সাতটি দল সমাবেশ করার জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো দলকেই অনুমতি দেয়নি ডিএমপি।