ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ সফরকালে বৃহস্পতিবার (২০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবের, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামদী এবং এমওআইএটির পরিচালক মোহাম্মেদ কুদাইব আল কাবিসহ প্রতিনিধিদলটি কলেজে আসে।
কলেজের ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে ড. সুলতান আহমেদ আল জাবের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং জায়েদ সাসটেইন্যাবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করায় কলেজকে অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে অতিব্যস্ততার মাঝেও কলেজ পরিদর্শন করায় মন্ত্রীসহ সব সম্মানিত রাষ্ট্রীয় অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত জায়েদ সাসটেইন্যাবিলিটি প্রাইজ ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রাকৃতিক ও অণুজীব ঘটিত কম্পোস্ট প্রচলনের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টির নমুনা দেখানোয় গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ বিজয়ী হয়।