বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ী নেতারা এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে বেসরকারি খাতে সম্ভাবনা এবং তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন এসব কথা জানান।
বাংলাদেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হওয়ার পথে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘সম্ভাবনার এই যাত্রাপথে কিছু সমস্যাও আছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের যে সম্মেলন হতে যাচ্ছে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরবেন ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত মার্চে আমরা তিন দিনের বাংলাদেশ ব্যবসা সম্মেলন আয়োজন করেছিলাম। ওই সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ ১৬টি অধিবেশনে বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতির কাছে সাংবাদিকরা জানতে চান, সম্মেলনে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানানো হবে কি না।