Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সামনে সম্ভাবনা তুলে ধরবেন নেতারা

প্রধানমন্ত্রীর সামনে সম্ভাবনা তুলে ধরবেন নেতারা

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ী নেতারা এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে বেসরকারি খাতে সম্ভাবনা এবং তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন এসব কথা জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতির কাছে সাংবাদিকরা জানতে চান, সম্মেলনে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানানো হবে কি না।

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা চাই, দেশের স্থিতিশীলতা ও অর্থনীতি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, হাবিব উল্লাহ ডন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply