Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবেন না’
--সংগৃহীত ছবি

‘শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবেন না’

অনলাইন ডেস্ক:

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. কামরুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিদেশিদের কাছে মাথা নত করবেন না। তিনি বলেন, আমরা পত্র-পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই আমাদের নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন কথাবার্তা বলছে।

বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে যা আছে সেই নিয়ম বা আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি, কেরানীগঞ্জ মডেল থানার নব নির্বাচিত কমিটিকে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কখনো ভোলার নয়। ৭১-এর ডোট৫৪৪৪ডু৩৪৫পট৫ি৪ঙট৫ি৪পঙটচ৪৫৬৬বজমহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা অপরিসীম।

আমি আবারো জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রার্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে সুসংগঠিত হয়ে কাজ করতে নেতা-কর্মীদের আহবান জানান।সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকার সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহসভাপতি সফিউল আজম খান বারকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান জনি, সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হারুন অর রশিদ, সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনির হোসেন সজিব, সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. মনির হোসেন।

কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ আওয়ামী লীগ, থানা যুবলীগ, থানা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ মডেল থানা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply