Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ রোমানা ইসলাম
--প্রেরিত ছবি

মানিকগঞ্জে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ রোমানা ইসলাম

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের গৃহবধু রোমানা ইসলাম (২২) একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন। দুই সন্তানসহ তিনি সুস্থ রয়েছেন। তবে অপর দুই সন্তানের শ্বাসকষ্ট থাকলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি রোমানার চার সন্তান জন্ম হয়।
প্রসূতির স্বজনেরা জানান, ২০২১ সালের ১৫ মে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধানধারা গ্রামের শেখ মো. সালামের ছেলে শেখ মো. নয়নের সঙ্গে একই ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে রোমানার বিয়ে হয়।  রবিবার রাত আটটার দিকে রোমানার প্রসব-ব্যথা দেখা দিলে রাত ১০টার দিকে রোমানাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির চার সন্তান জন্ম হয়। সন্তানদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে। হাসপাতালের শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মাবিয়া আক্তার বলেন, নবজাতকদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ওয়ার্মার যন্ত্রে রাখা হয়েছে।
হাসপাতালের রেসিডেন্সি ফিজিশিয়ান (আরপি) চিকিৎসক আবু সাঈদ মো. আসলামের তত্ত্বাবধানে নবজাতকদের চিকিৎসা চলছে। চিকিৎসক আবু সাঈদ বলেন, চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি। ধীরে ধীরে তাদের শ্বাসকষ্ট কমছে। অপর দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। নবজাতকেরা শঙ্কামুক্ত রয়েছে।
একসঙ্গে চার নতুন অতিথি আসায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। নবজাতকদের দাদা শেখ সালাম, দাদি নাজমা বেগম, নানা বাবুল বিশ্বাস, নানী নাজমা খাতুন, ফুফু মুন্নী আক্তারসহ স্বজনেরা হাসপাতালে ছুটে এসেছেন। নবজাতকদের দাদি বলেন, ‘একসঙ্গে চারজন নাতি ও নাতনি পেয়েছি। এর চেয়ে আনন্দ আর কি আছে? আল্লাহ যেন ওদের সুস্থ রাখে।’ নবজাতকদের বাবা শেখ নয়ন কৃষিকাজ করেন। তিনি বলেন, ‘চার সন্তান পেয়েছি। ঈদের খুশির চেয়ে বেশি খুশি আমরা।

About Syed Enamul Huq

Leave a Reply