জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, ‘সত্যিকার অর্থেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন সাংবাদিকরা। স্বাধীনভাবে মত প্রকাশ করতে গিয়ে সাধারণ মানুষও এর শিকার হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। প্রভাবশালীরা আইনটিকে অপব্যবহার করছেন। মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার হরণ করা হচ্ছে।
এই আইন দ্রুত সংশোধন করা দরকার, এটি বাতিল করলে আরো ভালো হয়।’
ডিজিটাল নিরাপত্তা আইন এখন ডিজিটাল আতঙ্কে পরিণত হয়েছে।
এ আইনের কারণে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।’