পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, সামরিক বাহিনী ও তার গোয়েন্দা সংস্থা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এ-ও বলেন, সামরিক আদালতে বিচার করার মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে এবং এতে ‘কোনো সন্দেহ নেই’। ইমরান খান অবশ্য এর আগে এমন কথার ইঙ্গিত দিয়েছিলেন।
গত মাসে ইমরান খানকে সেনাবাহিনী গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
তিনি বলেন, ‘এটি একদম পরিষ্কার। সেনাবাহিনী এখন গোপনে নয়, প্রকাশ্যেই তার বিরোধিতা করছে।’ ইমরান খান বলেন, ‘এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তারা আমাকে কারাগারে নিতে যাচ্ছে। নভেম্বরের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভ করে আবার ক্ষমতায় আসা থেকে সেনাবাহিনী আমাকে আটকাতে চাইছে।
আমার বিরুদ্ধে দায়ের করা প্রায় দেড় শটি ফৌজদারি মামলাই অযৌক্তিক। এসব মামলা যেকোনো বেসামরিক আদালত ছুড়ে ফেলে দেবে। তাই তাদের একমাত্র আশা, যেহেতু তারা আমাকে সরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ, আমি মনে করি তারা এটি করবেই। আর আমার কোনো সন্দেহই নেই যে সামরিক আদালত কেবল আমার জন্যই।’এ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।