কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় শিশু গৃহকর্মী হত্যা মামলার প্রধান আসামি সুমা আক্তারকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার (২৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের সদর ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
গ্রেফতার সুমাইয়া আক্তার চকরিয়ার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজিয়ানপাড়া এলাকার কামাল হারুনের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১০ মে মিফতাহ মণি নামে ওই গৃহকর্মী চকরিয়া কাকারার হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে হত্যার শিকার হয়। পরে তার লাশ রাখা হয় ফ্রিজে। এরপর কিশোরীর পরিবারকে জানানো হয় ডায়রিয়ার কারণে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারে জানা জানি হলে মহেশখালীতে তার মরদেহ এনে অ্যাম্বুলেন্সে রেখে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সোমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন মিফতাহ’র পরিবার। এ সময় তারা ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং মৃত্যু পরবর্তী তার মরদেহ ফ্রিজে রাখার আলামত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতন করে এই শিশু গৃহকর্মীকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিলেন হারুন ও সোমা। এ ঘটনায় কামাল হারুন ও তার স্ত্রী সোমা আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে চকরিয়া থানায় হত্যা মামলা করেন ওই শিশুর বাবা ছৈয়দ নূর।
এরই প্রেক্ষিতে শনিবার ভোর রাতে র্যাবের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমা আক্তারকে গ্রেফতার করা হয়।
সুমা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।