বাংলাদেশে সবচেয়ে বড় আয়তনের সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথম নারী মেয়র ও বাংলাদেশে দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। তিনি সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়ী হন জায়েদা খাতুন।
গাজীপুর বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বিজয়ী ঘোষণা করেন।
জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়ী হন জায়েদা খাতুন।
শুক্রবার (২৬ মে) রাত দেড়টায় সব কেন্দ্রের মোট ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন