প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালান।
এ সময় দলীয় অফিসে থাকা নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। তাদের হামলায় ১৫ জন আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন।
আহরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আজহার বাঙ্গালী, জিনজিরা আওয়ামী লীগ নেতা মো. আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুন শরীফ, ছাত্রলীগ নেতা মো. রিফাত, পুলক, শাহ জামাল, পারভেজ, সিয়াম হোসেন তাসলিম, মো. মারুফ হোসেন, রাজ, আল-আমিন, নেহাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু, মোস্তাকিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতী লীগ নেতা ইমরান সোহেল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন বলেন, বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়।
তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়, মারধর করে। অফিসও ভাঙচুর করে।
তারা এসেই আমাদের অফিসে হামলা করে। আমি বাধা দিতে দাঁড়ালে অস্ত্র দিয়ে আঘাত করে, মারধর করে।