সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রূপন ও তার স্ত্রী সায়ক্তা রূপন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকালে তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছেন এবং শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরো পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিং রূপন, তার স্ত্রী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন।
পরিদর্শনের সময়, মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিং রূপনকে একটি উত্তরীয় পরিয়ে (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন।
পৃথ্বীরাজসিং রুপন নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটোসেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন