ওয়াজেদ মিয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনসঙ্গিনী হওয়ার পরও কখনো তাঁর রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। তিনি তাঁকে রাজনীতিতে সাহস ও শক্তি জুগিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা-কবিতায় তাঁকে স্মরণ ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নানক আরো বলেন, দেশের ভেতরে একটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুত্সা রটনা করে। তারা সরকার ফেলে দেওয়ার চিন্তা করে। তারা দেশের মধ্যে থেকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন