হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদ উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে প্রায় ৬০২ গ্রাম স্বর্ণসহ মো. ফারুক খাঁ (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান। তিনি বলেন, অভিযুক্ত ফারুক খাঁ বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাকে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন।
তিনি আরো বলেন, এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে ফারুক খাঁ স্বীকার করেন যে, তার কাছে স্বর্ণ রয়েছে। তাকে তল্লাশি করতে গেলে তিনি নিজেই প্যান্টের ডান পকেট থেকে ৪টি গোল্ডবার (ওজন ৪৬৪ গ্রাম) এবং ১৩৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার সহ মোট ৬০২ গ্রাম স্বর্ণ বের করে দেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন