ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিতে যাচ্ছে সরকার। তবে সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৬০ কিলোমিটার।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মোটরসাইকেলের চলাচল শুরু হবে পদ্মা সেতুতে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে মোটরসাইকেল।
এদিকে সেতু বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে কত দিনের জন্য সেতুতে বাইক চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। শর্তগুলো এখনো জানা যায়নি।
সূত্র: কালের কন্ঠ অনলাইন