আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বাঙালির ইতিহাসে এই ষড়যন্ত্র বার বার সংঘটিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে।’
আজ সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ। এখন আমাদের অভিযাত্রা, ২০৪০ সালে একটা উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ
জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতাকে পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে এগিয়ে যাব। এটাই আমাদের আজকের অঙ্গীকার।
সূত্র: কালের কন্ঠ অনলাইন