ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতে ওয়াশিংটন সফরে গিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, অন্যদের কথার ওপর ভিত্তি করে ভারতে মুসলিমদের অবস্থা বিবেচনা করা ঠিক নয়। তারা যথেষ্ট সুরক্ষিত।
এক সাক্ষাৎকারে নির্মলাকে জিজ্ঞাসা করা হয়, ভারতে কি মুসলিম সম্প্রদায় হিংসার শিকার হচ্ছেন? তখন তিনি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারতেই রয়েছে। সেই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। অনেকেই বলে থাকেন, ভারতে মুসলিমরা বিপন্ন। তাদের একটা প্রশ্ন করতে চাই। ভারতে যদি মুসলিমরা এতই সমস্যার মধ্যে থাকেন, তাহলে ১৯৪৭ সালের পর দেশে মুসলিমদের সংখ্যা এত বাড়ল কিভাবে?’
পাকিস্তানের মুসলিমদের তুলনায় অনেক বেশি সুরক্ষিত আছেন ভারতীয় মুসলিমরা এই মন্তব্য করে তিনি বলেন, ‘মুহাজির, শিয়ার মতো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার হিংসাত্মক আচরণ করা হয়েছে। যদি ভারতের দিকে তাকান তাহলে দেখা যাবে সব সম্প্রদায়ের মুসলিমরাই সমানভাবে কাজ করছেন। সরকারি সুবিধা পাচ্ছেন। তাদের সন্তানরাও পড়াশোনা করছে।’
সূত্র : সংবাদ প্রতিদিন