মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পাকিস্তান আমলে ২৩ মার্চ রিপাবলিক ডে অব পাকিস্তান হিসেবে পালন করা হতো। সেদিনই আমরা পাকিস্তান ভাঙার জন্য এই দিনকে বেছে নিয়েছি, সেদিনই পতাকা উত্তোলন করেছি। এটা ইতিহাসের একটা বড় অংশ এবং মহান মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট।’
বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে ‘একটি পতাকার জন্য’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক পতাকা দিবস উপলক্ষে সংস্কৃতিচর্চা প্রতিষ্ঠান উঠোন এই কর্মসূচির আয়োজন করে।
উঠোনের সভাপতি অলক দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক জাহিদ রেজা নূর এবং সংগঠনটির সাধারণ সম্পাদক অনিকেত রাজেশ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন